একটি বিদয়াতি প্রশ্ন: রাসুলুল্লাহ সা. কিসের তেরী
রাসূূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিসের তেরী
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, না মাটির তৈরি? এবং তিনি কি হাজির নাজির? কুরআন সুন্নাহের আলোকে সহীহ মত কোনটি ?
উত্তর:
প্রথমত এই প্রশ্নটা একটা বিদয়াতী এবং সম্পূর্ণ অনর্থক প্রশ্ন! কেননা এটার সাথে না মুসলিমদের ইমানের সম্পর্ক আছে না কোনো আমালের সম্পর্ক আছে। আর না এটা সম্পর্কে কবরে হাশরে মিজানে পুলসিরাতে, জান্নাতে জাহান্নামে; কোথাও জিজ্ঞেস করা হবে! তাই এই জাতীয় প্রশ্ন এড়িয়ে চলা বাঞ্ছনীয়।
হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী আদামের অন্তর্ভূক্ত একজন মানুষ ছিলেন। আমরা যেভাবে তৈরি, মৌলিকভাবে তিনিও সেভাবেই তৈরী। কোরআনের স্বপক্ষে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। তবে তিনি আমাদের মত সাধারণ মানুষ ছিলেন না। বরং মহান আল্লাহ তায়ালা তাকে এমন বিশেষ বৈশিষ্ট দান করেছেন, যার কারণে তিনি দুনিয়ার অন্য সকল মানুষ থেকে বরং সকল সৃষ্টিজগত থেকে শ্রেষ্ঠ ছিলেন। তম্মধ্যে অন্যতম প্রধান বৈশিষ্ট হল আল্লাহ তায়ালা তাকে সর্ব শ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বানিয়েছেন। আর হাজির-নাজির হওয়া আল্লাহ তায়ালার একটি বিশেষ গুণ, যা আল্লাহ তায়ালার সাথে খাস। এবং ইহা সত্ত্বাগত গুণ, যা কখনো আল্লাহ তায়ালা থেকে পৃথক হয়না। যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় হাজির-নাজির মনে করে সে ভুলের মধ্যে আছে। এবং তার আক্বীদা কোরাআন সুন্নাহ্ তথা আহলে সুন্নত ওয়াল জামাআতের পরিপন্থি।
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا,(سورة الكهف-الاية- ১১০ )
তথ্যসূত্র
সূরা কাহাফ, আয়াত নং- ১১০, # সূরা সাবা আয়াত নং-৩, # সূরা ত্বহা আয়াত নং- ৭, # সূরা তাওবা আয়াত নং- ১১৫, # সূরা আনআম আয়াত নং-৫০, # সূরা মুলক আয়াত নং-৩, # মিশকাতুল মাসাবীহ-১/ ৮৭।
উত্তর প্রদানে
মুফতি সাইদুজ্জামান কাসেমী
উস্তাজুল হাদিস ওয়াল ইফতা
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা
No comments