ওমরাহর নিয়ত ছাড়া ইহরামের কাপড় পরে মাতাফে প্রবেশের বিধান
প্রশ্ন
সৌদি সরকারের আইন অনুযায়ী ইহরাম ছাড়া মাতাফের ভেতরে প্রবেশ নিষেধ। তাই আমি যদি নফল তাওয়াফের নিয়তে ইহরামের কাপড় পড়ে মাতাফে যাই, তাহলে কি এটা অন্যায় হবে?
উত্তর
ওমরাহকারীদের ফরজ তাওয়াফের সুবিধার্থে এবং সাধারণ তাওয়াফকারীদের ভিড় কমানোর নিমিত্তে এবং মাতাফের শৃঙ্খলা রক্ষার্থে সৌদি সরকার আইন করেছে, যে ইহরামবিহীন কাউকে মাতাফে নামতে দিবে না। বহু ওলামায়ে কেরামের মতে এই আইনকে শ্রদ্ধা জানানো উচিত। ইহরাম অবস্থায় না থাকলে শুধুমাত্র ইহরামের কাপড় পরিধান করে মাতাফের নামা উচিত নয়। উমরার নিয়ত ছাড়া শুধু শুধু ইহরামের কাপড় পরে মাতাফে নামা সিকিউরিটি গার্ডদের চোখে ধুলো দেওয়া; যা প্রতারণার শামিল।
সার্বিক বিবেচনায় সরকারের এই নিয়ম রক্ষা করার মধ্যেই ঈমানের নিরাপত্তা ও তাকওয়ার পরিপূর্ণতা রয়েছে। তবে যদি কেউ অসুস্থ হন এবং তিনি দ্বিতীয়, তৃতীয় তলায় তাওয়াফ করতে অক্ষম হন তাহলে তার জন্য বিষয়টি ভিন্ন হতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। যদিও এ ব্যাপারে কোন কোন ওলামায়ে কেরামের ভিন্ন মত রয়েছে।
উত্তর প্রদানে
মুফতি সাইদুজ্জামান কাসেমী
উস্তাজুল হাদিস ওয়াল ইফতা
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা
No comments