জানাজা ও ঈদের নামাজে মাসবুক হলে করনীয়
![]() |
প্রশ্ন
জানাজার নামাজে কেউ যদি ১/২ তাকবির না পায় তাহলে তিনি কিভাবে সেগুলো পুরন করবেন? এবং ঈদের নামাজে কেউ যদি মাসবুক হয় তাহলে অবশিষ্ট নামাজ তিনি কিভাবে সম্পন্ন করবেন?
উত্তর
জানাজার নামাজে যদি কেউ ১/২ তাকবির না পায় তাহলে তার জন্য করনীয় হলো, তিনি সে ইমাম সাহেব তৃতীয় তাকবির বলা পর্যন্ত অপেক্ষা করবে। অতঃপর ইমাম সাহেব যখন তৃতীয় তাকবীর বলবে তখন সেও তাকবীর বলে ইমামের সাথে নামাজে শরীক হবে। যখন ইমাম সাহের চতুর্থ তাকবীর বলে নামাজ শেষ করবে। তখন সে ব্যক্তি লাশ জানাজার জায়গা থেকে উঠিয়ে নেওয়ার পূর্ব পর্যন্ত দুই তাকবীর বলে সালাম ফিরিয়ে নিবে। তবে যদি তার তাকবীর শেষ করার পূর্বেই লাশ উঠিয়ে নেয় তাহলে ঐ ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে।
ঈদের নামাজে মাসবুক হলে অবশিষ্ট নামাজ আদায়ের পদ্ধতি হলো- ইমামের সালামের পর দাঁড়িয়ে স্বাভাবিক নামাজের মত ছানা আউজুবিল্লাহ, বিসমিল্লাহ সুরা ফাতিহা ও অন্য কোনো সুরা মিলানোর পর অতিরিক্ত ছয় তাকবীর বলে রুকুতে যাবে- এবং বাকী নামাজ পুরা করবে। আর যদি ঈদের জামাত না পায় তাহলে তার জন্য ঈদের নামাজ আদায়ের কোনো সুযোগ নেই। তবে তার জন্য মুস্তাহার হলো বাড়িতে এসে দু-চার রাকাত নফল নামাজ আদায় করবে।
তথ্যসূত্র
উত্তর প্রদানে: মুফতি ছাইদুজ্জামান কাসেমী
উস্তাজুল ইফতা ওয়াল হাদিস
জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা
No comments