মহরে ফাতেমীর বর্তমান টাকা
মহরে ফাতেমীর পরিমাণ হলো, 500 দিরহাম/131.25 ভরি রূপা।
এক ভরির সমাম 11.66 গ্রাম। সেই হিসেবে 131.25*11.66=1530.375 গ্রাম।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের 11 জুন 2024 এর হিসেব অনুযায়ী-
22 ক্যারেট প্রতি গ্রাম রূপার মূল্য: 180 টাকা।
21 ক্যারেট প্রতি গ্রাম রূপার মূল্য: 172 টাকা।
18 ক্যারেট প্রতি গ্রাম রূপার মূল্য: 147 টাকা।
সনাতন … ..প্রতি গ্রাম রূপার মূল্য: 110 টাকা।
মধ্যম মান হিসেবে 21 ক্যারেটের 1530.375 গ্রাম রূপার মূল্য হয় 1530.375*172= 263224.5 টাকা।
সুতরাং আমরা বলতে পারি উপরোক্ত তারিখ হিসেবে টাকার মূল্যে মহরে ফাতেমীর পরিমাণ 263224.5 টাকা।
সাইদুজ্জামান
20.06.2024 ইং
No comments