Header Ads

বাণী চিরন্তন

 

قال ابن عباس رضي الله عنه:" العلم أكثر من أن يحصى، فخذوا من كل شيء أحسنه".

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন:  ইলিমের পরিমাণ সীমাহীন। সুতরাং সবকিছুতেই সেরাটা গ্রহন করো।  

وقال الشعبي:" العلم كثير، والعمر قصير، فخذوا من العلم أرواحه ودعوا ظروفه"

ইমাম শায়বী রহ. বলেন, "জ্ঞান প্রচুর, কিন্তু জীবন সংক্ষিপ্ত,  সুতরাং জ্ঞানের মজ্জাগ্রহন করো এবং তার খোলস ছেড়ে দাও।

وقال ابن حزم:"من شغل نفسه بأدنى العلوم وترك أعلاها وهو قادر عليه، كان كزارع الذّرة في الأرض التي يجود فيها البُرُّ .. وأجلّ العلوم ما قرّبك من خالقك تعالى، وما أعانك على الوصول إلى رضاه".

ইবনে হাজাম রহ.  বলেন: “যে ব্যক্তি সর্বনিম্ন জ্ঞানের সাথে নিজেকে ব্যস্ত রাখে এবং সক্ষমতা থাকা সত্ত্বেও সর্বোচ্চ জ্ঞানকে পরিত্যাগ করে, সে যেন সেই ব্যক্তির মতো যে গম প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এমন জমিতে শস্য (ভুট্টা) রোপণ করে। সর্বশ্রেষ্ঠ ইলিম হল যা   তোমাকে তোমার স্রষ্টার ঘনিষ্ঠ করে তোলে  এবং যা তোমাকে তাঁর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে।"



No comments

Powered by Blogger.