মিনা আরাফায় জুমার নামাজ
প্রশ্ন:- হজের দিনগুলোতে যদি শুক্রবার পড়ে যায় তাহলে জুমার
নামাজ আদায়ের পদ্ধতি কি হবে?
কারণ
মিনা এবং আরাফায় তো এতো মসজিদ নেই! কাজেই এর সমাধান কি বিস্তারিত জানিয়ে উপকৃত
করবেন।
উত্তর : -
মিনা এবং আরাফার দিনগুলোতে জুমার দিন মিলে গেলে হাজী সাহেবগণ নিজ নিজ অবস্থানে
জামাত করে জোহর পড়বেন। জুমা পড়ার জন্য অযথা এদিক সেদিক ছুটাছুটি করার কোন
প্রয়োজন নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আরাফার দিনে
জুমা পড়েননি। যোহর পড়েছেন। -আল মুদাওয়ানাতুল কুবরা ১/২৩৯, আলবাহরুল আমিক -পৃষ্ঠা
No comments