Header Ads

kinds of world - اَنْوَاعُ الْكَلِمَة

 kinds of world - اَنْوَاعُ الْكَلِمَة

প্রতিটি ভাষারই মূল হচ্ছে ধ্বনি, শব্দ বা sound  আবরিতে যাকে বলে لَفْظٌ 


لَفْظٌ দুই প্রকার 


meaningful /অর্থবোধক  

(আরবি ব্যাকারণে যাকে বলে كَلِمَةُ )

meaningless /অর্থহীন  

কাজেই এটার আলোচনা নিষ্প্রয়োজন 


ইনশাআল্লাহু তায়ালা এই একটি বিষয় ভালো করে আয়ত্ব করতে পারলেই আমরা  পুরো কুরআনুল কারিম বুঝতে পারব। বরং বলা ভালো আমরা পুরো আরবিভাষা পড়তে,  লিখতে, বলতে এবং বুঝতে পারবো।  

ভাষাবিদগণ ভাষার গ্রামার সঙ্কলনের সময় ভাষায় ব্যবহৃত সকল শব্দকে বিভিন্ন  শিরোনামে বিভক্ত করে থাকেন। যেমন ইংরেজি ভাষার শব্দগুলোকে তারা ৮টি শিরোনামের  বিভক্ত করেছেন যাকে part of speech বলা হয়। বাংলাভাষার ব্যাকারণবিদগণ এই ভাষার  শব্দগুলোকে ৫টি শিরোনামে ভাগ করেছেন, বাংলা ব্যাকারণে যাকে ‘পদ’ বলা হয়।  অনুরূপভাবে আরবি (উরদু ও ফারসি) ভাষার শব্দগুলোকে ৩টি শিরোনামে বিভক্ত করা হয়েছে। যেগুলোকে اِسْمٌ – فِعْلٌ ও حَرْفٌ-বলে। 


আমাদের এই লিসালুন কোরআন কোর্সে যেহেতু আমরা জানা ভাষা (বাংলা ও ইংরেজি)-র  মাধ্যমে আবরি ভাষা শিখব কাজেই ইংরেজি ভাষার ৮টি শিরোনাম কিভাবে আরবি ভাষায়  ৩টি শিরোনামে অন্তর্ভুক্ত হল এবার আমরা সেটা দেখবো।  



إِسْمٌ

فِعْلٌ

حَرْف

Noune - إِسْمٌ

Pronoun-  ضَميْرٌ

Adjactive- صِفَةٌ

Adverb- تَمْيِيْزٌ– أَسْمَاءُ الظًّرُوْفِ - حَالٌّ

Interjection-أَسْمَاءُالْأفْعَالِ-وْأفْعَالُ التَّعَجًّبِ

فِعْلٌ

Verb

Preposition- حُرُوْفُ الْجَارِّ

Conjunction- حُرُوْفُ الْعَاطِفَةِ  

আমরা যেহেতেু ইনশাআল্লাহ (জানা ভাষা) বাংলা এবং কিছুটা ইরেজির সহায়তার কুরআনের ভাষা শিখব  এজন্য এই তিন প্রকার শব্দের Arabic terminilogy-গুলো খুব বেশী উল্লেখ করবো না।  বরং বুঝার জন্য যতটুকু না হলেই নয় আমরা ততটুকুই উল্লেখ করবো। কারণ আমাদের এই  ক্লাশের মূল লক্ষ্য আরবি ভাষায় কথোপকথন কিংবা লিখতে শেখা নয় বরং কুরআন বুঝাই  আমাদের মূল লক্ষ্য। তবে আলহামদুলিল্লাহ খুশির বিষয় হচ্ছে, আমরা যদি এই ক্লাশের শুরু  থেকে শেষ পর্যন্ত Continuo করি এবং যথাযথভাবে আমাদের Home Work-গুলো করি  তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা অন্যান্য আরবি বই পুস্তক পড়া, আরবিতে  লিখতে পারা এবং কথাও বলতে পারব। 

(وما توفيقي إلا بالله . عليه توكلت وإليه أنيب) 


No comments

Powered by Blogger.