ইকালা মানে কি?
কোন পণ্য বিক্রি করার পর কোনো কারণে ক্রেতা সেই পণ্য ফেরত দিতে চাইলে ফেরত নেওয়াকে ইকালাহ বলা হয়। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বলে হাদীস শরীফে উল্লেখ আছে। নিচে এ সংক্রান্ত হাদীসটি দেখুন।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ " .
আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলমানের সাথে ইকালা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন।
কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ (সুনানে আবু দাউদ) হাদীস নং: ৩৪২৪ আন্তর্জাতিক নং: ৩৪৬০
No comments