কাঁদতে পারা কি নেয়ামত?
কান্না হাসি মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট। মানুষ অনন্দিত হলে হাসে। দুঃখিত হলে কাদেঁ। এটা আল্লাহ তায়ালারই দান।
আল্লাহ তায়ালার মুহাব্বতে কাঁদতে পারা এটা তো নেয়ামত হাদিস থেকেই এর প্রমাণ পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে কাঁদো বা কাঁদার ভান ধরো। কিন্তু এছাড়া সাধারণ কাঁদার কোনো ফায়দা আছে কি না সেটা আমাদের জানা নাই।
No comments