Header Ads

লবঙ্গ মুখে দিয়ে নামাজের বিধান

ছবি সংগৃহীত
শীতকালে খুসখুসে কাশিতে আক্রান্ত হন না এমন মানুষ মেলা ভার। গলা ভারি হওয়া, বুকে কফ জমে নিশাঃস নিতে কষ্ট হওয়া ইত্যাদী শীত কালে নিত্য সঙ্গী। এসব রোগ থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের ঘরোয়া চিকিৎসা গ্রহন করে থাকে। কাশির ঘরোয়া চিকিৎসার মধ্যে অন্যতম হালো, লবঙ্গ চিবিয়ে খাওয়া। চিবানো লবঙ্গ দাঁতের ফাঁকে রাখলে তা থেকে যে রস নির্গত হয় তাতে  অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে সর্দি, কফ-কাশি, অ্যাজমা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় অত্যন্ত উপকারী। 

অনেক নামাজি ব্যক্তিকেও নামাজের সময় অতিরিক্ত কাশি থেকে রক্ষা পেতে মধ্যেও মুখে লবঙ্গ, ভিক্স টেবলেট বা অন্য কোনো ঔষধ রাখতে দেখা যায়। তাই আমরা এজকে এর বিধান জানবো। 

মাসয়ালা: মুখে  যেকোনো বস্তু রেখে নামাজ পড়া মাকরুহ। হোক সেটা খাদ্যজাতীয় বা অন্য কোনো বস্তু। আর সেটা যদি হয় গলনশীল এবং তার স্বাদ গলার ভেতর প্রবেশ করে (খাবার/ঔষধ/চকলেট ইত্যাদী) তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কাজেই ভিক্স চকলেট, লবঙ্গ, এলাচি বা যেকোনো খাবার জাতীয় বস্তু মুখে রেখে নামাজ পড়লে নামাজ সহিহ হবে না। 

حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح: "(و) يكره (وضع شيء) لايذوب (في فمه) وهو يمنع القراءة المسنونة أو يشغل باله كذهب.

 قوله: "لايذوب" احترز به عما يذوب كالسكر يكون في فيه إذا ابتلع ذوبه؛ فإنها تفسد، و لو بدون مضغ، ذكره السيد." (كتاب الصلاة، فصل في المكروهات، ص: 355، ط: دار الكتب العلمية)


الموسوعة الفقهية الكويتية: "ويكره - أيضًا - عند الحنفية والمالكية والحنابلة وضع شيء في فمه لايمنعه من القراءة؛ لأنه يشغل باله، وصرح الحنفية بأن يكون هذا الشيء لايذوب، فإن كان يذوب كالسكر يكون في فيه، فإنه تفسد صلاته إذا ابتلع ذوبه." (حرف الصاد، صلاة، الأماكن التي تكره الصلاة فيها، 116/27، ط: وزارة الأوقاف والشئون الإسلامية - الكويت)



No comments

Powered by Blogger.