অমুসলিমের অধিকার
আমুসলিমদের বিভিন্ন রীতিনীতি যেগুলো ইসলামের সাথে সাঙ্ঘর্ষিক এমন কিছু দেখে হজরত উমর ইবনে আব্দুল আজীজ রহ. হজরত হাসান বসরী রহ. এর কাছে আবেদন করেন-

ما بال الخلفاء الراشدين، ترکوا أہل الذمة ، وماہم علیہ من نکاح المحارم، واقتناء الخمور والخنازير
খোলাফায়ে রাশেদীনের কি হলো! তারা জিম্মিদের স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে! মাহরামকে বিবাহ করা এবং মদ ও শুকরের মাংসের ব্যাপারে তাদের ওপর কোনো বিধিনিষেধ নেই!
জবাবে হযরত হাসান বসরি রহ. লিখেছেন-
انما بذلوا الجزیة لیترکوا وما یعتقدون، وانما أنت متبع لا مبتدع
তারা তো জিজিয়া এজন্যই দিয়েছে যাতে তারা তাদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারে। আপনার কাজ হল পূর্বের পদ্ধতি অনুসরণ করা এবং নতুন পদ্ধতি উদ্ভাবন করা নয়।
No comments