চলনা ঘুলে আসি অজানাতে
কেউ একজন লিখলেন ‘চলনা ঘুলে আসি অজানাতে..........!’ “অজানা’য় যাওয়ার প্রস্তুতি তো আমার নাই! কি করে যাই!? ‘অজানা’য় যেতে হয় কিন্তু ফেরা যায় না! আবার চাইলেও যাওয়া যায় না। সেখানের অধিপতি ডাকতে হয়! ডাক না এলে হাজারও কসরতে করেও যাওয়া যায় না! আমার বাবা-মামাও অজানায়। তাদের বাবা মায়েরাও সেথায়। কিন্তু ফেরেনি। ঘুরে আর আসেনি!!
No comments