Header Ads

পশু ক্রয়ের পর কুরবানীর নিয়ত করার বিধান

 

প্রশ্ন: আমি একটি গরু কিনেছি। কেনার পরে নিয়ত করি যে এই গরু থেকে আমি কয়েক বছর এটার লাভ খাবো। এটার এক দুইটা বাচ্চা হলে এই গরু কুরবানি করবো। এখন সমস্যা হলো গরুটি গাভীন হয়না এখন আমি কি করবো?

উত্তর

بسم الله الرحمن الرحيم

আপনি ধনী না গরীব সেটা আপনার প্রশ্নে স্পষ্ট হয়নি। তাছাড়া গরীব মানুষও যদি পশু কেননা পর কুরবানীর নিয়ত করে তাহলে তার ওপর সেটা কুরবানীর করা আবশ্যক হয় না। কেননা পশু ক্রয়ের সময় কুরবনীর নিয়ত সংযুক্ত না থাকায় সেই পশু কুরবানী করা আবশ্যক নয়। কাজেই আপনি চাইলে সেটা কুরবানী করতে পারেন আবার ইচ্ছা হলে সেটা বিক্রি/পরিবর্তন করেও করতে পারে। কিংবা  নাও করতে পারেন। তবে যদি নেসাবের কারনে আপনার ওপর কুরবানী আবশ্যক হয় তাহলে সেটা ভিন্ন বিষয়। 

    ففي بدائع الصنائع/5/62،مطبوعه کراتشی: اشترى شاة ولم ينو الاضحية وقت الشراء ثم نوى بعد ذلك أن يضحى بها لا يجب عليه سواء كان غنيا أو فقيرا لان النية لم تقارن الشراءفلا

    وفي رد المحتارعلی الدرالمختار،9/536 مطبوعہ کوئٹه: فلو کانت فی ملکہ فنوٰی ان یضحٰی بھا، او اشتراھا، ولم ینوالاضحیۃ وقت الشراء ثم نوی بعد ذٰلک لایجب، لان النية لم تقارن الشراء فلا تعتبر.

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন: সাইদুজ্জামান কাসেমি
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

No comments

Powered by Blogger.