Header Ads

ভুলে নেসাবের অতিরিক্ত যাকাত প্রদান করে সেগুলো পরবর্তী বছর থেকে বিয়োগ করার বিধান

প্রশ্ন :

বিগত কয়েক বছর আমি আনুমানিক হিসাব করে দেড় লক্ষ টাকা যাকাত দিয়েছি। পরবর্তীতে হিসাব করে দেখি আমার যাকাত আসে এক লক্ষ টাকা। এখন আমার জানার বিষয় হলো, আমি যেই টাকাগুলো যাকাতের নিয়তে অতিরিক্ত আদায় করেছি সেগুলো কি পরবর্তী বছরের যাকাত থেকে বিয়োগ করতে পারবো?  
উত্তর:
অধিক যাকাত ওয়াজিব হয়েছে মনে করে যদি কোনো ব্যক্তি যাকাত আদায় করে এবং পরবর্তীতে তার ভুল ধরা পড়ে তাহলে সে পূর্বের অতিরিক্ত টাকা পরবর্তী বছরের যাকাত হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনিও আপনার অতিরিক্ত প্রদত্ত পঞ্চাশ হাজার টাকা পরবর্তী বছরের যাকাত থেকে বিয়োগ করতে পারবেন।

হানাফি মাজহাবের ফতোয়া গ্রন্থ ‘আল মুহিতুল বুরহানি’তে উল্লেখ আছে- 
ولو ‌كان ‌عند ‌رجل ‌أربعمائة ‌درهم، فظن أن عنده خمسمائة درهم فأدى زكاة خمسمائة درهم ثم ظهر أن عنده أربعمائة، فله أن يحتسب الزيادة للسنة الثانية، لأنه أمكن أن يعجل الزيادة تعجلا.

অনুবাদ: যদি কোনো ব্যক্তির কাছে চারশো দিরহাম থাকে অথচ তিনি পাঁচশো দিরহাম আছে ধারণা করে যাকাত আদায় করেছেন। পরবর্তীতে তিনি ভুল বুঝতে পারেন যে, তার কাছে চারশো দিরহামই ছিল। তাহলে তিনি অতিতে যা অতিরিক্ত দিয়েছেন সেটাকে আগত বছরের যাকাত হিসেবে বিয়োগ করতে পারবেন। কেননা বর্ষপূর্তি হওয়ার আগেও যাকাত আদায় করা যায়।


তথ্যসূত্র

আল মুহিতুল বুরহানী: ২/২৯৩, নবম পরিচ্ছেদ, যাকাত অধ্যায়, (দারুল কুতুব আল ইলিমিয়্যাহ, বৈরুত, লেবানন।) 


فَقَطْ وَاللّہُ اَعْلَمُ




No comments

Powered by Blogger.